ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হোমনা

ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০৫

কুমিল্লার হোমনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিতরা। শনিবার হোমনা উপজেলা শহরে এই মিছিল করে ছাত্রদলের উপজেলা শাখা ও পৌর শাখার পদবঞ্চিত লোকজন।

মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুমিল্লা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কুশপুত্তলিকা দাহ করে।

পদবঞ্চিতদের অভিযোগ, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগ কর্মী, অছাত্র ও বিবাহিত, প্রবাসী, এমনকি যুবদলের কমিটিতে আছে এমন লোকজনকে পদ দেওয়া হয়েছে।

মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সেলিম ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিল পদবঞ্চিত তৃণমূল ছাত্রদলের শতাধিক কর্মী। এ সময় উত্তেজিত ছাত্রদল কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের কুশপুত্তলিকা দাহ করে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেলিম ইসলাম বলেন, অর্থের বিনিময়ে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। ভবিষ্যতে তাদের দ্বারা গ্রহণযোগ্য কমিটি করা সম্ভব হবে না। তদন্ত সাপেক্ষে ছাত্রদের সমন্বয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাইজুদ্দিন সাজুকে আহ্বায়ক ও ফয়সাল আহাম্মদকে সদস্য সচিব করে উপজেলা কমিটি এবং জাহিদুল ইসলাম অপুকে আহ্বায়ক ও সাইদুল হাসান সাজ্জাদকে সদস্য সচিব করে পৌর কমিটি করা হয়েছে।

বিষয়টি জানতে চেয়ে কথা হয় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার কিছু করার নেই। ড. খন্দকার মারুফ হোসেন যে তালিকা দিয়েছেন, আমরা সেই কমিটির অনুমোদন দিয়েছি। অর্থ বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।’

আরও পড়ুন

×