গাজীপুর সিটির দায়িত্ব নিলেন জায়েদা খাতুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৭
দায়িত্ব গ্রহণের আগে অভিষেক অনুষ্ঠানে জায়েদা খাতুন বলেন, আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। গাজীপুরবাসী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করবো। নগরবাসীকে একটি সুন্দর ও আধুনিক নগরী উপহার দেব।
এ জন্য সবার সহযোগিতা চান জায়েদা খাতুম।
এর আগে বক্তব্য রাখেন জায়েদার ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমার মা জায়েদা খাতুন। তাকে আল্লাহ পাঠিয়েছেন। তাকে অসম্মান করার চেষ্টা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে।
জাহাঙ্গীর বলেন, আমি তার সন্তান হিসাবে বলছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও কোনো মোনাফিককে এ শহরে ঢুকতে দিব না।
তিনি আরও বলেন, মা বলেছেন তার জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। কেউ শহরের ক্ষতি করবেন না। এ শহর রক্ষার জন্য অনেক চেষ্টা করেছি, কষ্ট করেছি। প্রয়োজন হলে আবারও মায়ের সঙ্গে থেকে এ সিটির জন্য কাজ করবো।
অনুষ্ঠান শেষে নতুন নগর মাতা নগর ভবনে কার্যালয়ে গিয়ে নিজ চেয়ারে বসেন। এ সময় তার ছেলে জাহাঙ্গীর আলমও তার পাশে ছিলেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম তাদের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এর আগে অভিষেক উপলক্ষে সকালে মহানগরের ছয়দানা এলাকার বাড়ি থেকে বিশাল এক মোটর শোভাযাত্রার সঙ্গে বাদ্য বাজিয়ে ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গতাজ অডিটোরিয়ামে আসেন জায়েদা খাতুন।
প্রসঙ্গত, গত ২৫মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।