ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশ্রয়ণে যেতে ভরসা সাঁকো

আশ্রয়ণে যেতে ভরসা সাঁকো

আত্রাইয়ের কয়রা আশ্রয়ণ প্রকল্পের ঘরে যেতে এ সাঁকো পাড়ি দিতে হয় বাসিন্দাদের। ছবি-সমকাল

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

খালের ওপর মাটি ফেলে রাস্তা তৈরি করেছিল। এ রাস্তা দিয়ে ইট, বালু, সিমেন্টসহ নানা সামগ্রী পরিবহন করে ঘর নির্মাণ করে দিয়েছে। নির্মাণ শেষ হলে খালের পানি চলাচলের জন্য সেই মাটির রাস্তা ভেঙে ফেলা হয়েছে। ফলে আশ্রয়ণে যাওয়া-আসা করতে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করেছেন তারা। কথাগুলো বলছিলেন আত্রাইয়ের কয়রা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মকবুল হোসেন (৬৫), সুইট আলী শেখ (৩৫) ও জলি বিবি (২৮)।

আশ্রয়ণের বাসিন্দারা বলছেন, প্রবেশমুখে খালের ওপর সেতু না থাকায় ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে ঘরে ফিরতে হয় বা কাজে যেতে হয়। অনেক সময় শিশু, বৃদ্ধসহ চলাচলকারীদের পা পিছলে বাঁশের চাটাইয়ের ফাঁকে আটকে যায়। খালের মধ্যে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

জানা গেছে, উপজেলার মনিয়ারী ইউনিয়নের কয়রা গ্রামে খালের পাশে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণে ১৬টি গৃহহীন পরিবারের জন্য ১৬টি ঘর নির্মাণ করা হয়। এ ছাড়া আগে থেকেই চারটি পরিবার ঘর নির্মাণ করে বসবাস করছে। গত বছর আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করা হয়।

বাসিন্দারা বলছেন, সাগর নামে এক চালকের ভ্যান সাঁকো থেকে খালের মধ্যে পড়ে যায়। তারা শুরু থেকেই শুনছেন, খালের ওপর সেতু হবে। তবে এখনও হয়নি। ফলে চলাচল ও পণ্য পরিবহনে অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী জায়গা দিয়েছেন, মাথা গোঁজার জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। সেতু নির্মাণ করে দিলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

জানা গেছে, পাকা রাস্তার বিপরীতে খালের পশ্চিমে ঘরগুলো নির্মাণ করা হলেও সেতু হয়নি। ফলে প্রবেশমুখে সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন বাসিন্দারা। এতে শিশু-বৃদ্ধসহ বাসিন্দাদের পড়তে হচ্ছে বিপদে। চালকরা ভ্যান বের করতে এবং ঘরে ফিরতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টি হলেই সাঁকোটি কাদায় পিচ্ছিল হয়ে যায়।

ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, সেতু নির্মাণের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়নি। তবে অনেক সেতু নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেগুলো অনুমোদন হলে আশ্রয়ণের বাসিন্দাদের জন্য সেতু নির্মাণ করে দেওয়া হবে।

আরও পড়ুন

×