‘বাকির হাটে’ পণ্য দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

‘বাকির হাট’ থেকে মাছ নিয়ে হাসিমুখে বাড়ি যাচ্ছেন একজন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৯
‘দান নয়, বাকি ভেবে পণ্য নিন, পরে কোনো অভাবীকে মূল্য দিয়ে দিন’ এই স্লোগানে সুবিধাবঞ্চিত, দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য খাগড়াছড়িতে ‘বাকির হাটে’ পণ্য বিক্রি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবের হলরুমে এ হাট বসানো হয়। হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের উপস্থিত ছিলেন।
দীঘিনালার এন্টন চাকমা একজন প্রান্তিক চাষি। তাঁর মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ে বই নিতে মেয়ের একটি ব্যাগের প্রয়োজন ছিল। তিনি বাকির বাজার থেকে মেয়ের জন্য একটি স্কুল ব্যাগ নিয়েছেন। তিনি বলেন, ‘এই বাজারে এসে আমি মেয়েকে ব্যাগ উপহার দিতে পেরেছি। আজ মেয়ে অনেক খুশি। তার সঙ্গে আমিও খুশি।’
খাগড়াছড়ি সদর থেকে সুপারশপে বাজার করতে এসেছেন রাজিয়া বেগম। তিনি বলেন, ‘আজকে নিজের পছন্দমতো মুরগি, ডিম, নুডলস, আলু, চাল পেয়ে আমি খুশি।’
পানছড়ি থেকে বাজার করতে আসা মিথুই চিং মারমা বলেন, ‘বাকির হাটে এসে বাজার করতে পেরে আমি খুবই আনন্দিত। জীবনে ভাবিনি বড়লোকের মতো করে স্বাধীনভাবে এভাবে শপিং করতে পারব। অনেকদিন পর ছেলেমেয়েকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াব। আমি বিদ্যানন্দের প্রতি কৃতজ্ঞ।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুবারক হোসেন বলেন, খাগড়াছড়ি জেলার তিনশ’র কাছাকাছি অসচ্ছল পরিবার তাদের নিজেদের পছন্দমতো বাজার করেছেন বাকিতে। তারা প্রত্যেকে ৬০০ টাকার পণ্য নিতে পেরেছেন। সুবিধাবঞ্চিত এসব মানুষ যেন কোনোভাবেই নিজেদের ভিক্ষুক মনে না করেন, এজন্য বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। পরে তারা সামর্থ্য হলে, আরেকজন অভাবীকে দান করতে পারবেন। না পারলেও সমস্যা নেই।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিন জানান, ভোজ্যতেল, চাল-ডাল, লবণ, ডিম, মাছ, সবজি, নুডলসসহ ২১টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট টোকেন নিয়ে অসচ্ছল মানুষ নিজেদের চাহিদা মতো বাজার করেছেন।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের তদারকিতে বাকির হাটে চলেছে অসচ্ছল নারী ও পুরুষের কেনাকাটা।
সাম্প্রতিক পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সে বিবেচনায় এই বাজার বসানো হয়, যেখান থেকে মানুষ তাদের পছন্দ অনুযায়ী পণ্য নিয়েছেন।