ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সমকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

ইউএনও শরীফ উল্যাহ জানান, পদুয়ায় শাহ্ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় শাহ পেঠান ফিলিং স্টেশনের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিশোধন না করা পর্যন্ত অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটরসাইকেলচালক শাহ পেঠান ফিলিং স্টেশন থেকে অকটেন নেন। কিছুদূর গেলেই মোটরসাইকেলের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভুক্তভোগী মোটরসাইকেলচালক বিষয়টি উপজেলা নির্বাহী কার্যালয়কে জানান। 

আরও পড়ুন

×