সরকারি সব অফিসের সামনে দুদকের অভিযোগের বুথ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:২৪
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে ব্যাংক, হাসপাতাল, সরকারি-বেসরকারি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঘুষের লেনদেন ছাড়াও সাধারণ মানুষকে হয়রানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব কিছু বিবেচনায় নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ, দুর্নীতি বন্ধ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শহরের সরকারি সেবামূলক সব অফিসের সামনে তারা স্থাপন করেছে অভিযোগ গ্রহণ বুথ। এসব বুথে জমা পড়া অভিযোগ নিয়ে আগামী ১১ অক্টোবর হবে গণশুনানি।
সোমবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে বসানো হয় অভিযোগ গ্রহণের বুথ। একইভাবে দুদকের পক্ষ থেকে বুথ বসানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, সাব-রেজিস্ট্রার অফিস, কর অফিস, ভ্যাট অফিস, জেলা সদর হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ সরকারি সেবামূলক অন্য অফিসগুলোর সামনেও। বুথে কক্সবাজার জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন অথবা হয়রানির শিকার হলে অভিযোগ জমা দিতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে দুদক।
সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, ওই অফিসে হয়রানির শিকার লোকজন অভিযোগ করার জন্য দুদকের বুথে ভিড় করছেন। তবে অধিকাংশ অভিযোগকারীই নিজের নাম দিয়ে অভিযোগ করতে চাচ্ছেন না পরবর্তী সময়ে হয়রানির ভয়ে।
তেমনই একজন অভিযোগকারী সমকালকে বলেন, একটা খতিয়ান করতে আবেদন করেছি দুই মাস হয়ে গেছে। কয়েক হাজার টাকাও দিয়েছি। কিন্তু ভূমি অফিসের লোকজন ৫০ হাজার টাকা দাবি করছে। টাকা না দেওয়ায় কয়েক দিন পর পর নানা সমস্যা দেখাচ্ছে। অথচ প্রয়োজনীয় সব কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিয়েছি। ভূমি অফিসের এসব হয়রানি থেকে বাঁচতে দুদকে অভিযোগ করার জন্য এসেছি।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ‘আগামী ১১ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ সুভাষ হলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। এ গণশুনানিকে সামনে রেখে জেলা শহরের সেবামূলক সরকারি প্রতিষ্ঠানগুলোর সামনে অভিযোগ গ্রহণের বুথ স্থাপন করা হয়েছে; যাতে সাধারণ মানুষ সহজে অভিযোগ করতে পারেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি জনবহুল এলাকাগুলোতে পোস্টার লাগানো হচ্ছে।’
- বিষয় :
- দুদক
- দুর্নীতি দমন কমিশন
- গণশুনানি
- বুথ
- অভিযোগ