ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রাম বন্দর

ফের কনটেইনারে লুকিয়ে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা, মাঝপথে ধরা

ফের কনটেইনারে লুকিয়ে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা, মাঝপথে ধরা

গ্রেপ্তার লিটন মোল্যা। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৪

চট্টগ্রামে জাহাজের খালি কনটেইনারে লুকিয়ে সিঙ্গাপুর যাচ্ছিলেন লিটন মোল্যা নামের এক যুবক। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে কনটেইনার থেকে বের হয়ে এলে মাঝপথে ধরা পড়েন। তাকে ফিরিয়ে এনে চট্টগ্রাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার লিটনের বিরুদ্ধে মামলা করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লিটন মাগুরা জেলার শ্রীপুর থানার ইছাপুর গ্রামের ফারুক মোল্যার ছেলে। তিনি ঢাকার উত্তরায় থাকতেন। 

পুলিশ জানায়, লিটন পেশায় গাড়ির চালক। পণ্য পরিবহণের কাজে চট্টগ্রাম বন্দরে চালকদের প্রবেশ করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গেট পাস নিতে হয়। গত ২৪ সেপ্টেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র, ছবি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে বন্দর গেট পাসের আবেদন করেন লিটন। বিকালে তাকে পাস ইস্যু করা হয়। ওইদিন সন্ধ্যায় বন্দরের সিসিটি গেইট-২ দিয়ে ঢুকেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে এমভি হাইয়ান ভিউ নামের জাহাজে উঠে কনটেইনারে লুকিয়ে পড়ে। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে কনটেইনার থেকে বেরিয়ে পড়েন। এ সময় তাকে দেখতে পান নাবিকরা। তারা তাকে ধরে জাহাজের ক্যাপ্টেনের হেফাজতে রাখেন। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে। জাহাজের মাস্টার তাকে বন্দরের নিরাপত্তা বিভাগের হাতে হস্তান্তর করেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা সমকালকে বলেন, ট্রাক চালকের বৈধ পাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ঢুকে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করেছেন লিটন। তাকে বন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। 

গত জানুয়ারিতে কুমিল্লার এক কিশোর খালি কনটেইনারে করে মালয়েশিয়া চলে যান। পরে তাকে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


আরও পড়ুন

×