মা-মেয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:৪১
চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়ায় মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বেলাল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় করা মামলার অপর আসামি টিটু সাহাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় দেন।
বেলাল কুমিল্লার মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের বাসিন্দা। টিটু একই থানার বাখরাবাদ রঞ্জিত মাস্টার বাড়ি বাসিন্দা।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, ১৯ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নগরীর দক্ষিণ নালাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন খাসির মাংস ব্যবসায়ী শাহ আলম। ওই বাসায় তাঁর স্ত্রী নাছিমা বেগম, মেয়ে ফাল্গুনী (১০) এবং শাহ আলমের শ্যালক আলাল ও তার দুই ছেলে থাকতেন।
২০১৫ সালের ৭ মে সকালে শাহ আলম দোকানে চলে যান। সকাল ৯টার দিকে ছেলে দুটিও স্কুলে যায়। তখন ঘরে নাছিমা ও মেয়ে ফাল্গুনী ছিলেন। এ সময় নাছিমা ও ফাল্গুনীকে হত্যা করে লক্ষাধিক টাকা, চার ভরি র্স্বণালংকার ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় খুনিরা।
- বিষয় :
- ছুরিকাঘাতে
- মৃত্যুদণ্ড
- মা-মেয়ে
- ছুরিকাঘাত
- চট্টগ্রাম