ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে ইউএনও’র গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ

কিশোরগঞ্জে ইউএনও’র গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাঙচুর করা গাড়ি। ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৭:৫৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৭:৫৭

কিশোরগঞ্জে বিএনপির হরতালে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও দুদকের উপপরিচালকের গাড়িতে হামলা হয়েছে। 

আহত হয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ দাউদসহ অন্তত ১০ পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আটক করা হয়েছে চারজনকে। এসব তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ।

ইটনার ইউএনও মো. আবু রিয়াদ জানান, তিনি শনিবার জেলা শহরে ডাক্তার দেখাতে এসেছিলেন। আজ সকালে তাকে বালিখলা ঘাটে নামিয়ে দিয়ে খালি গাড়িটি শহরে ফিরছিল। সকাল সাড়ে ৬টার দিকে শোলাকিয়া ঈদগার কাছে আসতেই কয়েকজন ঢিল ছুঁড়ে পেছনের ও ডান পাশের গ্লাস ভেঙে ফেলেছে। এ ঘটনায় মামলা হচ্ছে।

এদিকে কিশোরগঞ্জ দুদক কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, আজ সকাল ৯টায় জেলা শিল্পকলা মিলনায়তনে দুদক সচিব মো. মাহবুব হোসেনের উপস্থিতিতে একটি গণশুনানি অনুষ্ঠান রয়েছে। সেখানে যাওয়ার পথে উপপরিচালক মো. সালাহ উদ্দিনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। তবে গাড়ির কোনো ক্ষতি হয়নি। পরে তাকে পুলিশ প্রহরায় শিল্পকলায় পৌঁছে দেওয়া হয় বলে জানান ওসি দাউদ।

ওসি আরও জানান, জেলা সদরের একরামপুর রেলগেট, শোলাকিয়া ঈদগা এলাকা, নগুয়াসহ বেশ কিছু এলাকায় হরতালকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে পিকেটিংয়ের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মনসহ জামায়াত-বিএনপির চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

অন্যদিকে নিরাপত্তার কথা চিন্তা করে কিশোরগঞ্জ থেকে কোনো বাস চলাচল করছে না বলে জানান জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মিজানুর রহমান।

আরও পড়ুন

×