ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬:১৯

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপুন বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিপুন উপজেলার বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র। সে বাঘুটিয়া গ্রামের কানু বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নিপুন বিশ্বাসের চাচার বাড়ির ছাদে রাজমিস্ত্রীরা কাজ করছিল। নিপুন ওই ছাদে গিয়ে বিদ্যুতের তার টান দেয়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে নিপুন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

×