ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ

ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ

ফরিদপুরে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৪৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৪৮

ফরিদপুরে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুতে দেশের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

নীরবতা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।

পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে অনেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

×