ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রাম কারাগারে গলায় ফাঁস দিয়ে কয়েদির আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে গলায় ফাঁস দিয়ে কয়েদির আত্মহত্যা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ২২:৩৩

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ নামে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে ওই দিন সন্ধ্যায় বন্দি গণনার সময় একজন কম হওয়ায় পুরো কারাগারে তল্লাশি অভিযান শুরু করেন কারারক্ষীরা। পরে কারাগারের খাদ্যগুদামসংলগ্ন চৌবাচ্চার টিনের চালের আড়ার সঙ্গে কম্বলের লাল বর্ডার ও প্লাস্টিকের বস্তার অংশবিশেষের সমন্বয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে কারা হাসপাতালে নেওয়া হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি টিপু সুলতান সমকালকে বলেন, কারাভ্যন্তরে একজন কয়েদি আত্মহত্যা করেছে। ওই বন্দির আত্মহত্যার চেষ্টা ও পরে মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও কোনো অবহেলা পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রামের জ্যেষ্ঠ জেল সুপার মঞ্জুর হোসেনসহ কারা কর্মকর্তাদের কল করলে তারা কেউ ধরেননি। কারা হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার রেজা মো. সরোয়ার আকবর বলেন, বন্দির গলায় ফাঁসের দাগ রয়েছে। আমাদের কাছে আনার সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। 

ইব্রাহিম নেওয়াজ রাঙামাটি সদর উপজেলার আলম ডক এলাকার আলী নেওয়াজের ছেলে। সে চট্টগ্রামের রাউজান থানার একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। 


 

আরও পড়ুন

×