ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রূপসায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধার হয়নি আট দিনেও

রূপসায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধার হয়নি আট দিনেও

রূপসা রেলসেতু

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ২১:১৪

খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া ‘এমভি টিএলএন ওয়ান’ নামে কার্গো জাহাজটি এখনও উদ্ধার হয়নি। রেল সেতুর পিলারে ধাক্কা লেগে তলিয়ে যাওয়ার আট দিন পরও সেটি পানির নিচেই রয়েছে। নৌযানটি তুলতে কোনো কার্যক্রম শুরু করেনি মালিকপক্ষ। তবে নিখোঁজ দুই কর্মচারীর মরদেহ ইতোমধ্যে জাহাজের কেবিন থেকে উদ্ধার করেছেন নৌবাহিনীর ডুবুরিরা।

জাহাজের কর্মচারীরা জানান, গত ৭ এপ্রিল ১ হাজার ১৪০ টন টিএসপি সার নিয়ে মোংলা থেকে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল এমভি টিএলএন ওয়ান। পথে রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি। এ সময় নৌযানটিতে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাবুর্চি আবুল কালাম আজাদ ও গ্রিজার শাকায়েত মুন্সী নিখোঁজ হন। পরে ৯ এপ্রিল জাহাজের কেবিন থেকে শাকায়েতের এবং ১৪ এপ্রিল আজাদের মরদেহ উদ্ধার হয়।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি নুরুল ইসলাম জানান, জাহাজটি পানির প্রায় ৭৫ ফুট নিচে রয়েছে।

বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন জানান, জাহাজ ডুবে থাকার কারণে অন্যান্য নৌযান চলাচলে আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। তবে উত্তোলন করা না হলে ওই স্থানে পলি পড়ে নাব্য কমে যাবে। জাহাজটি উত্তোলনের জন্য ৮ এপ্রিল মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়।

জাহাজটি তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বিআইডব্লিউটিএর যে উদ্ধারকারী জলযান রয়েছে, তা দিয়ে এত বড় জাহাজ উত্তোলন করা সম্ভব নয়। সে কারণে গতানুগতিক পদ্ধতিতে সেটি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সারের মালিক প্রতিষ্ঠান বিএডিসি এবং সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলা হয়েছে। দু’এক দিনের মধ্যে স্থানীয় ডুবুরিদের দিয়ে প্রথমে জাহাজ থেকে সার তোলা হবে। এরপর জাহাজটি খালি হলে সেটি উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। 
 

আরও পড়ুন

×