যশোরে গণস্বাস্থ্য হাসপাতাল নির্মাণ শুরু

গণস্বাস্থ্য হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেন জমিদাতা মৃত অরুণ খাঁর স্ত্রী অরুণা খাঁ। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২২:১৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ২২:১৫
যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে দুই সহোদর মুক্তিযোদ্ধার দান করা জমিতে গণস্বাস্থ্য হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন জমিদাতা মৃত অরুণ খাঁর স্ত্রী অরুণা খাঁ।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা অরুণ খাঁ ও তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা শুধাংশু খাঁ হাসপাতালের জন্য ৬৮ শতক জমিদান করেন। ৯ মাসের মধ্যে হাসপাতালের কাজ শেষ হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
হাসপাতাল নির্মাণের উদ্যোক্তা মৃত অরুণ খাঁর বন্ধু বিনয় কৃষ্ণ মল্লিক জানান, সমাজহিতৈষী অরুণ খাঁ কয়েক বছর আগে আধুনিক হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেন। যেখানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে সেবা পাবে। এ স্বপ্ন বাস্তবায়নে অনেকের কাছে ঘুরেছেন। শেষ পর্যন্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখানে হাসপাতাল নির্মাণের দায়িত্ব নেন। জেনারেল হাসপাতাল কাম ডায়ালাইসিস সেন্টারটিতে এলাকার অসহায় মানুষকে উন্নত মানের চিকিৎসাসেবা দেওয়া হবে।
প্রয়োজনীয় জনবলের বড় অংশ স্থানীয় জনগোষ্ঠী থেকে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসক বা টেকনিশিয়ান নিয়োগেও স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।