ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০১:৫৬

মাদারীপুরের রাজৈর উপজেলার সুমা আক্তার ও কামরুল কাজী বিয়ে করেছিলেন ভালোবেসে। বছরখানেক পর তাদের সংসার আলো করে আসে এক কন্যাসন্তান। তবে এর মধ্যে স্বামী বিদেশ চলে গেলে খুঁটিনাটি বিষয় নিয়ে সুমার ওপর শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন।

শেষ পর্যন্ত যৌতুকের জন্য তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাবর্দী এলাকায় এ ঘটনার পর পালিয়েছে সুমার শ্বশুরবাড়ির লোকজন। 

স্থানীয়রা জানান, উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী এলাকার আজিত কাজীর ছেলে কামরুল কাজীর (২৬) সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় কোদালিয়া বাজিতপুর গ্রামের ছলেমান শেখের মেয়ে সুমা আক্তারের (২০)। বিয়ের কিছুদিন পর কাজের সুবাদে কামরুল দক্ষিণ আফ্রিকা চলে যান। এর পর শুরু হয় সুমার ওপর নির্যাতন। গত মঙ্গলবার বিকেলে যৌতুকের জন্য সুমাকে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। এর পর হাসপাতালে নিলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল বুধবার ওই বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সুমার বড় ভাই অহিদুল শেখ বলেন, আমার বোনকে পিটিয়ে হত্যা করেছে কামরুলের বাড়ির লোকজন। পরে তারা পালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সুমার মা হাসিনা বেগম বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে দেখতে পারত না কামরুলের পরিবারের লোকজন। নানাভাবে অত্যাচার করত। একাধিকবার আমরা টাকাপয়সা দিছি। ফের তারা টাকার জন্য চাপ দিচ্ছিল। এর মধ্যে মঙ্গলবার তারা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, জেলা সদর হাসপাতালে সুমার ময়নাতদন্ত হয়েছে। হাফছা নামে তাঁর পাঁচ মাসের একটি মেয়ে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×