ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদমদীঘিতে জামাতার হাতে শাশুড়ি খুন

আদমদীঘিতে জামাতার হাতে শাশুড়ি খুন

আদমদীঘি উপজেলার মিতইল পূর্বপাড়া গ্রামে জোবেদা বেওয়ার বাড়ির পাশে এলাকাবাসীর ভিড়। ইনসেটে নিহত জোবেদা বেওয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৯:৪৯ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৯:৫০

বগুড়ার আদমদীঘিতে জামাতার লোহার ধারালো বেড়ির আঘাতে জোবেদা বেওয়া নামে এক নারী খুন হওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা (৫০) ওই গ্রামের মৃত ছোলেমান আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিধবা জোবেদা তাঁর একমাত্র মেয়ে সালেহাকে আড়াই বছর আগে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল আহমেদের সঙ্গে বিয়ে দিয়ে তাঁকে ঘর জামাই রাখেন। বিয়ের পর থেকেই রাসেল নানা কারণে তাঁর স্ত্রী ও শাশুড়িকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বুধবার সকালে রাসেল কামলা দিতে অন্য গ্রামে যায়। দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে ভাত রান্না করতে দেরি হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় লিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারপিট শুরু করলে মেয়েকে রক্ষায় এগিয়ে যান জোবেদা। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার শাশুড়ির গলায় লোহার ধারালো বেড়ি ঢুকিয়ে দেয়। শ্বাসনালীতে বেড়ি আটকে গিয়ে গুরুতর আহত হন জোবেদা। স্থানীয়রা তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 

আরও পড়ুন

×