বাড়ির অদূরে তরুণীর গলাকাটা লাশ

স্মৃতি আক্তার। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ ও কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ২১:৩০
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামের এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়ার একটি পরিত্যক্ত কৃষিজমিতে তাঁর লাশ পাওয়া যায়। স্মৃতির শরীরের নানা স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ওই তরুণী হালুয়াপাড়ার কৃষক মানিক মিয়ার মেয়ে। চার বছর আগে উপজেলার মসুয়া এলাকার কাতারপ্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে স্মৃতির বিয়ে হয়। তিনি বাবার বাড়িতেই বেশি থাকতেন। প্রায় সাত মাস আগে স্বামী আমিন দেশে ফিরে স্মৃতিকে নিজ বাড়িতে নিয়ে যান। কাতার যাওয়ার সময় স্মৃতিকে ফের বাবার বাড়ি রেখে যান।
এলাকাবাসী শুক্রবার সকালে হালুয়াপাড়ার পরিত্যক্ত কৃষিজমিতে স্মৃতি আক্তারের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
কটিয়াদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকনের ভাষ্য, মেয়েটির সঙ্গে প্রতিবেশী এক যুবকের সম্পর্কের গুঞ্জন শুনেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে বিষয়টির যোগসূত্র থাকতে পারে।
লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি মোহাম্মদ দাউদ। তিনি বলেন, স্মৃতি কখন কীভাবে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তা কেউ বলতে পারছেন না। তবে লাশের অদূরে তাঁর স্যান্ডেল পাওয়া গেছে। অন্য কোনো আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি। মেয়েটির মোবাইল ফোন পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। স্বজনরা মামলা করলে তদন্তের স্বার্থে কললিস্ট যাচাই করে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা করবেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- তরুণীর মরদেহ
- হত্যা