ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

পুলিশকে যেন আর থানা থেকে পালাতে না হয় সেই ব্যবস্থা করতে চাই

পুলিশকে যেন আর থানা থেকে পালাতে না হয় সেই ব্যবস্থা করতে চাই

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সমকাল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৭:৩১

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আমরা দেশে এমন একটা ব্যবস্থা দাঁড় করাতে চাই যেন পুলিশকে আর থানা থেকে পালাতে না হয়। পরবর্তীতে যে-ই ক্ষমতায় আসুক তারা যেন পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করতে না পারে।  

আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ গ্রাম মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। 

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, অন্যায়ের প্রতিবাদ মানুষ করবেই, এটার তার সহজাত অধিকার এবং সংবিধান প্রদত্ত অধিকার। 

ফারুক-ই-আজম বলেন, ছাত্ররা শুধু আমাদের নয় বরং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারসহ বহু দেশকে অনুপ্রাণিত করেছে। এটা একটা বড় ধরনের সুযোগ। এটা হারানো যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদ, ইউএনও এবিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শাবরীন, মডেল থানার ওসি মনিরুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মানিক প্রমুখ।

আরও পড়ুন

×