মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
পুলিশকে যেন আর থানা থেকে পালাতে না হয় সেই ব্যবস্থা করতে চাই

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সমকাল
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৭:৩১
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আমরা দেশে এমন একটা ব্যবস্থা দাঁড় করাতে চাই যেন পুলিশকে আর থানা থেকে পালাতে না হয়। পরবর্তীতে যে-ই ক্ষমতায় আসুক তারা যেন পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করতে না পারে।
আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ গ্রাম মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, অন্যায়ের প্রতিবাদ মানুষ করবেই, এটার তার সহজাত অধিকার এবং সংবিধান প্রদত্ত অধিকার।
ফারুক-ই-আজম বলেন, ছাত্ররা শুধু আমাদের নয় বরং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারসহ বহু দেশকে অনুপ্রাণিত করেছে। এটা একটা বড় ধরনের সুযোগ। এটা হারানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদ, ইউএনও এবিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শাবরীন, মডেল থানার ওসি মনিরুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মানিক প্রমুখ।