জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সমকাল
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১০:৫৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১১:০৬
সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, জন্মাষ্টমী উপলক্ষে ভারত ও বাংলা দেশে সরকারি ছুটি থাকায় আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- জন্মাষ্টমী
- দিনাজপুর