ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বন্যাদুর্গত ১৫০০ পরিবারে খাবার পৌঁছাল আবুল বাশার ফাউন্ডেশনের উদ্যোগে

বন্যাদুর্গত ১৫০০ পরিবারে খাবার পৌঁছাল আবুল বাশার ফাউন্ডেশনের উদ্যোগে

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১৪

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালী মিলিয়ে মোট ১৫০০ পরিবারের হাতে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়েছে আবুল বাশার ফাউন্ডেশন।

প্রয়োজনের এই সংকটময় সময়ে, আবুল বাশার ফাউন্ডেশন ত্রাণ প্যাকেজ বিতরণ করেছে যার মধ্যে চাল, তেল, মসুর ডাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। বন্যাদূর্গত প্রত্যন্ত অঞ্চলে তারা এটি পৌঁছে দিয়েছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে।

স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বন্যার সময়ে প্রতিষ্ঠানটির দেওয়া উপহার পৌঁছাতে সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আরিফুজ্জামান বলেন, আমরা বন্যা পরবর্তী পুর্নবাসন নিয়ে শিগগিরই কাজ শুরু করব।

আবুল বাসার ফাউন্ডেশন মূলত একটি অলাভজনক সংস্থা, যা মানবিক সহায়তা নিয়ে কাজ করে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×