ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রংপুরে হরতালের ডাক

রংপুরে হরতালের ডাক

রংপুরের গীরগাছায় বিক্ষোভ মিছিল। ছবি-সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪৬

রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেয়। 

বিএনপির নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী শনিবার রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা। 

জানা যায়, মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলিবর্ষণ করার অভিযোগ আনা হয়েছে। 

মামলাটি এজাহারভুক্ত হয়েছে জানিয়ে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 

রোববার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে উপজেলা বিএনপি অফিসের সামনে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়, মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। পরে মিছিলটি পীরগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, উপজেলা বিএনপিকে ছোট করার জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহারসহ এ ঘটনার প্রতিবাদে হাজারো জনগণ প্রতিবাদ জানাচ্ছে।

আরও পড়ুন

×