গানের তালে নেচে-গেয়ে হত্যা: শাহাদাতের বন্ধু সাগরসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ১৭:১৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ১৭:২৭
চট্টগ্রামে খুঁটিতে বেঁধে গান গাইতে গাইতে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে নগরের খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- খুলশী থানার ডেবারপাড় এলাকার এমএস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) ও একই এলাকার নুর ইসলামের ছেলে মো. শান্ত (২৮)।
শাহাদাতের মা দেলোয়ারা বেগম ও স্ত্রী শারমিন আক্তারের অভিযোগ, পাওনা টাকা নিতে ঘনিষ্ঠ বন্ধু সাগর বাসা থেকে কল করে ডেকে নিয়ে শাহাদাত হোসেনকে হত্যা করেন। গত ২৪ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে জড়িত সাগর, শান্ত ও ইয়াছিনের নামও প্রকাশ করে দৈনিক সমকাল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার মেহেদী হাসান সাগরই সেই বন্ধু। শাহাদাতকে বাসা থেকে ডেকে এনে তার স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ দাবি করার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সাগর। কিন্তু এর আগে ২৫ সেপ্টেম্বর এ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলেছিল, পরিবারের ওই বক্তব্য ভিত্তিহীন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, রোববার রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে খুলশী জামতলা এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে শাহাদাতের বন্ধু সাগর পাওনা টাকা ফেরত নিতে তার সঙ্গে দেখা করতে বলেন। দেখা করতে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। পরদিন সন্ধ্যায় ফেসবুকে তার লাশ দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন স্ত্রী শারমিন। এ ঘটনায় গত ১৫ আগস্ট শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ নিষ্ক্রিয় থাকায় তদন্ত চাপা পড়ে থাকে। গত ২১ আগস্ট তাকে নৃশংসভাবে মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সক্রিয় হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২৩ সেপ্টেম্বর শাহাদাত হোসেনের স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাগরের কাছে ৫ হাজার টাকা পেতেন শাহাদাত। তা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। ১৩ আগস্ট সন্ধ্যায় পাওনা টাকা নিতে ২ নম্বর গেটে যেতে বলেন সাগর। এর পর থেকে স্বামীর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। রাতে দুই দফা কল করা হলেও তার স্বামীকে হত্যার হুমকি দেন সাগর। প্রথম দফায় বলেন, ‘তোর জামাই তোর বুকে কেমনে যায় আমি দেখব।’ দ্বিতীয় দফার ফোনে স্বামীকে ফেরত পেতে ৯ হাজার টাকা চায় বলে জানান তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম
- হত্যা
- গ্রেপ্তার
- র্যাবের অভিযান
- খুলশী