ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বানারীপাড়ায় ডিমওয়ালা ইলিশ নিধনের মহোৎসব!

বানারীপাড়ায় ডিমওয়ালা ইলিশ নিধনের মহোৎসব!

রাত-দিন প্রকাশ্যে শত শত অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছেন। ছবি- সমকাল

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪ | ১৫:৪৭

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী ও শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে রাত-দিন প্রকাশ্যে শত শত অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছেন।

নিষেধাজ্ঞার শুরু থেকে এ পর্যন্ত বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। তাদের দুইজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

এছাড়া মঙ্গলবার রাতে অভিযানকালে গ্রেপ্তার এড়াতে নৌকা থেকে সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) দুপুরে নদীতে জেলে শহীদ সিকদারের (৭২) মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করেন। এ দুর্ঘটনার পরেও থেমে নেই মা ইলিশ শিকার।

সন্ধ্যা নদীর তীরবর্তী বসবাসকারীসহ স্থানীয়দের অভিযোগ, নদীতে অভিযান চলছে দায়সারা গোছের। এদিকে, অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণের ইলিশ ইয়াতিমখানায় বিতরণের পাশাপাশি অভিযানে থাকাদের মধ্যে ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে।

বন্দর বাজারের মৎস্য আড়ৎদার ও বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য সুধীর রঞ্জন অভিযোগ করে বলেন, ঢিলেঢালা অভিযানের সুযোগে রিল্যাক্স মুডে জেলেরা রাত-দিন সমানে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ইলিশ নিধন করছেন। নিধন করা এসব মা ইলিশ স্বল্প মূল্যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী বলেন, নিরাপত্তাহীনতার মাঝেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি । তবে জেলেরা নিজেরা সচেতন না হলে শুধু অভিযান করে ইলিশ নিধন বন্ধ করা সম্ভব না।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, পুলিশ নিয়মিত সন্ধ্যা নদীতে মৎস্য অভিযানের দুটি টিমে রাত-দিন ২৪ ঘণ্টা ডিউটি করছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার বলেন, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় এখন পর্যন্ত ৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অভিযানের সময় জেলেদের হামলার শিকার হচ্ছেন তারা। জনবল সংকট ও হামলার কারণে পুলিশের অনাগ্রহ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×