ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাভারে গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার 

সাভারে গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার 

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৩:৩২

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে দত্তপাড়ার একটি নার্সারির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম শান্তনা আক্তার (৩৫)। তার স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী। তারা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়ন মিয়াকে থানায় নিয়ে গেছে। শান্তনার বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আর নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, ওই নারীর মরদেহ চারটি খণ্ডে পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় মাথা, দুই হাত এবং দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, সোমবার রাতে দত্তপাড়া এলাকার সেতু নার্সারীর শ্রমিকেরা বাগানের গাছে পানি দিতে যায়। এ সময় বাগানের ভেতরে হাত-পা কাটা এক নারীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর চার টুকরা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নয়নকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×