ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাজবাড়ীতে বিপদসীমার ওপরে পদ্মার পানি

রাজবাড়ীতে বিপদসীমার ওপরে পদ্মার পানি

রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০১:২৯ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০৪:০৭

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।  

পদ্মার পানি বাড়তে থাকায় রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের তিন শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দের ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার। পদ্মার পানি সেখানে প্রবাহিত হচ্ছে ৮ দশমিক ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে। 

অন্যদিকে, সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে পদ্মার পানি। এ পয়েন্টের বিপদসীমা ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার। এই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে ৯ দশমিক ৫৪ সেন্টিমিটার দিয়ে। 

তিনি আরও জানান, পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী তিন-চারদিন পানি আরও বাড়তে পারে। তবে পানি বাড়লেও স্রোতের গতি কম। ফলে নদী ভাঙনের আশঙ্কা নেই। 

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। 

আরও পড়ুন

×