চট্টগ্রামে সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২১:০৬
তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ। শনিবার নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ডবলমুরিং থানা এলাকা থেকে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে তাকে গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় সাদ কান্ধলভী অনুসারীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এসএম আলম হোসেন নামে এক ব্যক্তি। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক’শ জনকে আসামি করা হয়।
- বিষয় :
- তাবলিগ জামাত
- সাদপন্থী
- চট্টগ্রাম
- গ্রেপ্তার