ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুবির পাহাড়ে অগ্নিকাণ্ড

কুবির পাহাড়ে অগ্নিকাণ্ড

ছবি: সমকাল

কুবি সংবাদদাতা

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৯:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশের একটি পাহাড়ে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আনসার সদস্য সবুজ গাছের ডালপালা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুসলেম উদ্দিন মিয়াজি বলেন, ঘটনাস্থলের আশপাশে আগুন ছড়ানোর মতো কোনো দ্রব্য বা জনসমাগম ছিল না। তাই আগুনের মূল উৎস নির্দিষ্ট করে বলা কঠিন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার জানান, অতীত অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় ছোট বাচ্চাদের খেলাধুলা বা বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আনসার সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

×