ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মানিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ

মানিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ

দুই টেকনিশিয়ান

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদাতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ | ১৭:২১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ | ১৭:৫৭

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবির দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলা সদরের ময়ূরখীল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত দু’জন হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। 

মানিকছড়িতে রবি টাওয়ার দেখাশোনার দায়িত্বে থাকা মাঠকর্মী মংথুই মারমা বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অচল টাওয়ার মেরামতের কাজ চলছিল। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী গচ্ছাবিল এলাকা থেকে ফিরে এসে দেখি দুই টেকনিশিয়ান নেই। তাদের মোবাইল ফোনেও পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, তাদের কেউ অপহরণ করেছে নাকি ঘটনাস্থল থেকে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে আমি কিছু জানি না।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুই টেকনিশিয়ান নিখোঁজের ঘটনায় জিডি করেছেন মংথুই মারমা।  আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন

×