ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ ফুটবলারের

তরুণ ফুটবলারের অকাল মৃত্যু শুনে বাড়িতে স্থানীয়দের ভিড
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০২:৩৩
ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাইজুল ইসলাম (২৫) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের আশ্রবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাইজুল ওই এলাকার মো. আব্দুস সাত্তার ছেলে। তিনি ময়মনসিংহ মোহামেডান ক্লাব ও ঈশ্বরগঞ্জ আব্দুল হালিম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশেই ক্ষেত থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে বাড়িতে ধান আনছিলেন তাইজুল। কয়েকদফা ধান বাড়িতে রেখেও যান। একপর জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে পাশেই আরেক ধানক্ষেত দিয়ে আসতে চাচ্ছিলেন। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন তাইজুল। পরে স্বজনেরা তাকে উদ্ধারকরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তরুণ ফুটবলারের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকার পাশাপাশি ফুটবল অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরগঞ্জ ক্রিড়া সংস্থার সদস্য ও ময়মনসিংহ জেলা ফুটবল দলের অধিনায়ক মো. আরিফুল হক বলেন, তাইজুলের মৃত্যুতে ফুটবল অঙ্গনে যেই শূন্যতা হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সর্বোত্তম বেহেশত দান করুক।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. ওবায়দুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ঈশ্বরগঞ্জ
- মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট