রাজাপুরে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ম্যাপ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১৪:২১
ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামের দুই ভাইয়ের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান বলেন, গতকাল আমরা সবাই আত্মীয়ের বাড়িতে যাই। কেউ না থাকায় রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকসামগ্রী, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় হারুন খান জানান, রাতে খবর পেয়ে এসে দেখি, সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই।
প্রতিবেশী জাকির হোসেন খান বলেন, রাতে ঘুমের মধ্যে হঠাৎ টিন পোড়ার শব্দ পাই। ঘুম ভাঙার পর চিৎকার চেচামেচি করে সবাইকে ডাকি। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। কিন্তু নেভানোর আগেই বাড়ির সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে ছিল। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ঝালকাঠি