ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রতীকী ছবি।

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২১:৪৮

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার দুপুরে কালিহাতী ও বিকেলে সখিপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের যাত্রী ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি  গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম, মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এস এম আলম এবং ট্রাকের চাপায় নিহত শিশু সখীপুর পৌর এলাকার গড়গোবিন্দপুর গ্রামের মাসুদ রানার ছেলে সোয়াদ আল সাফওয়ান।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, সখীপুর পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে দুপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, বিকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×