ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২২:০১

ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার দুপুরে ডোবা থেকে রায়হান ইসলাম রাজ (১০) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ স্থানীয় বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামের মো. আলীর ছেলে।

রাজ নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। তার বাবা মো. আলী ও মা নুসরাত জাহান রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার সে বাড়ির আঙিনায় খেলা করছিল। দীর্ঘ সময় নানি তাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার কাছে তার জুতা দেখতে পান। পরে প্রতিবেশীর সহায়তায় ডোবা থেকে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনওয়ার জানান, রাজ পানিতে ডুবে মারা গেছে– এমনটাই জানিয়েছে পরিবার। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে রয়েছে।


 

আরও পড়ুন

×