ইন্ট্রাকোর ভোলা ডিপোতে তালা বিক্ষোভকারীদের

‘আমরা ভোলাবাসী’র নেতারা ইন্ট্রাকোর ডিপোতে তালা ঝুলিয়ে দিচ্ছেন। শনিবার দুপুরে শহরতলির বেপারীর দোকান এলাকায় সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫ | ২৩:২০
সিলিন্ডারে করে ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধসহ কয়েকটি দাবিতে ইন্ট্রাকোর রিফুয়েলিং কোম্পানির ভোলা ডিপোতে তালা দিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার দুপুরে শহরতলির বেপারীর দোকান এলাকায় অবস্থিত ওই ডিপোতে তালা দেওয়া হয়।
সেখানে আসার আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ করে ‘আমরা ভোলাবাসী’। বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে ইন্ট্রাকোর ডিপোতে আসেন তারা। সেখানে আরও কয়েকটি দাবি তোলেন আন্দোলনকারীরা। এগুলো হলো– ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু,
গ্যাসভিত্তিক শিল্পকারখানা, ইপিজেড গড়ে তোলা, নদীভাঙন থেকে ভোলাকে রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
‘আমরা ভোলাবাসী’র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের ভাষ্য, এসব দাবি আদায়ে দলমত নির্বিশেষে আন্দোলন করছেন। এসব ন্যায্য দাবি আদায়ের জন্য সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ইন্ট্রাকো কোম্পানির ভোলা স্টেশনে তালা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে ঢাকায় গ্যাস নেওয়া বন্ধের ঘোষণা দেন তিনি।
বাংলা স্কুল মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়কের দায়িত্বে থাকা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সিপিবি সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ‘আমরা ভোলাবাসী’র নেতা মোবাশ্বিরুল হক নাইম, ওবায়েদ বিন মোস্তফাসহ নানা সংগঠনের নেতারা।
- বিষয় :
- দোকান