ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ছুটি কমানোর খবরে কারখানায় বিক্ষোভ

ছুটি কমানোর খবরে কারখানায় বিক্ষোভ

কর্তৃপক্ষের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জড়ো হওয়া শ্রমিকরা। রোববার বিকেলে কালিয়াকৈরের বাড়ইপাড়ায়। ছবি-সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ২৩:৪৭

আসন্ন ঈদুল আজহায় ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

রোববার বিকেলে উপজেলার বাড়ইপাড়ায় অবস্থিত সাউদার্ন ফ্যাশন লিমিটেডের ভেতর এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা ঈদের আগে অতিরিক্ত কাজ না করার ঘোষণাও দেন। 

কয়েকজন শ্রমিক জানান, ওই কারখানায় কর্মরত শ্রমিক সংখ্যা হাজারের বেশি। রোববার দুপুরের পর তারা জানতে পারেন, ঈদে তাদের ছুটি কমিয়ে আনা হবে। এ ছাড়া ছুটির আগের দিন পর্যন্ত অতিরিক্ত শ্রমঘণ্টা কাজ করতে হবে। এ সময় কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরের খোলা জায়গায় সমবেত হন তারা।

সূত্র জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার সঙ্গে তর্কাতর্কিও শুরু করেন। কাউকে কাউকে গালিও দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেন। তারা দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিকের ভাষ্য, আশপাশের সব পোশাক তৈরির কারখানা ঈদে ১০ দিনের ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তাদের কারখানা কর্তৃপক্ষ ছুটি কমিয়ে ঈদের আগেও বিনা পয়সায় বাড়তি কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আন্দোলন করছেন।

সাউদার্ন ফ্যাশন লিমিটেডের কারখানাটির মহাব্যবস্থাপক (জিএম) মো. নুরুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে। দাবিগুলো মালিক পক্ষকে জানাচ্ছেন। সিদ্ধান্ত এলেই শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কিরন কুমার রায় বলেন, শ্রমিকরা বিকেল ৩টা থেকে কর্মবিরতি শুরু করে বিক্ষোভ করেন। তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। বিষয়টি দ্রুতই সমাধানে উদ্যোগ নিচ্ছেন। 
 

আরও পড়ুন

×