ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে আরও ১৯ জনকে পুশইন

খাগড়াছড়িতে আরও ১৯ জনকে পুশইন

খাগড়াছড়িতে ১৯ জনকে বাংলাদেশে পুশইন। ছবি-সমকাল

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৭:১৫ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১৭:৪৬

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার উপজেলার আচালং সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

সোমবার ভোররাতে তাদেরকে অবৈধভাবে প্রবেশ করানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাদেরকে বিজিবির হেফাজতে স্থানীয় আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ,৭ জন নারী ও ৫ জন শিশু।

অনুপ্রবেশকারীরা জানান, কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিল। ভারতের হরিয়ানা থেকে বিমান যোগে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুক'র সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় নিয়ে আসে বিএসএফ। আজ ভোর রাতে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করিয়ে দেয়। তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেছে।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম বলেন, অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। তবে তাদের দাবি সঠিক কিনা পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চলতি মাসে দুই দফায় ৮৬ জনকে জোড় করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

আরও পড়ুন

×