প্রিয় বিড়াল খুঁজে পেতে মাইকিং, পুরস্কার ঘোষণা

ফাইল ছবি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২৩:৪৮ | আপডেট: ৩০ মে ২০২৫ | ০০:০৫
পিরোজপুর পৌরসভার কলেজছাত্র ইয়াসিন আহমেদ সজীব বছরখানেক আগে পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল লালন-পালন শুরু করেন। আদর করে বিড়ালটির নাম রাখেন ফ্লপি। গত বুধবার পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাড়ি থেকে বিড়ালটি হারিয়ে যায়। এর পর থেকে বিড়ালের শোকে দিশেহারা হয়ে পড়ে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটি পাচ্ছেন না তারা। বুধবার রীতিমতো পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করেছেন সজীব।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলাকা ক্লাব এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মো. মাসুদ সিকদারের ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্সের ছাত্র সজীব। ছোটবেলা থেকেই বাসায় বিভিন্ন জাতের বিড়াল পুষে আসছেন তিনি।
সজীব বলেন, শখ করে পার্শিয়ান জাতের সাদা রঙের বিড়ালটি প্রায় এক বছর ধরে লালন-পালন করছেন। এর দাম প্রায় ৪০ হাজার টাকা। বিড়ালটি ছিল বাসার সবার কাছে আদরের। আদর করে নাম রেখেছি ফ্লপি। বিড়ালটি তাঁর খুব প্রিয়। বাবা-মাসহ পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করেন। তাঁর ধারণা, বুধবার দুপুরের দিকে বিড়ালটি বাড়ি থেকে বের হয়। এই সুযোগে কেউ বিড়ালটি ধরে নিয়ে গেছে। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় বিড়ালটির সন্ধানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং ও পুরস্কার ঘোষণা করেছেন।
সজীব আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় তিনি কষ্ট পাচ্ছেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। বিড়ালের খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।
- বিষয় :
- বিড়াল