ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আ.লীগ নেতার বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে লেখা ‘তোর ছেলে বাহির হলে উড়িয়ে দেবো’

আ.লীগ নেতার বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে লেখা ‘তোর ছেলে বাহির হলে উড়িয়ে দেবো’

ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১০:৩০ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১০:৫১

মেহেরপুরের গাংনী উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বামুন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে বস্তুটি ও এর নিচে রাখা একটি চিরকুট উদ্ধার করে।

ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রশিদ। তিনি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে এবং উপজেলার বামুন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, যে চিরকুটটি উদ্ধার হয়েছে তাতে লেখা- ‘রশিদ তোরে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়? তোর ছেলে বাহির হলে... এখন রেখে গেলাম, এরপর উড়িয়ে দেবো?’

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তার বাড়ির সামনে এ ধরনের বস্তু রেখে আতঙ্ক ছড়ানো হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল সমকালকে বলেন, ‘খবর পেয়ে বামুন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

আরও পড়ুন

×