ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

শেখ হাসিনা

চাঁদপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ০২:৩০

জুলাই-আগস্ট আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকা ও প্ররোচনার অভিযোগে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪০০ জনের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। একই থানায় আগে আরও পাঁচটি মামলা হয়েছিল। এ ছাড়া চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট গাজীপুরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে নেত্রকোনার রোস্তম মিয়া (৪৬) ও বগুড়ার মো. মাহফুজ (৩৫) নিহত হন। রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম গত ২ জুন মামলা করেন। আর মাহফুজ হত্যার ঘটনায় তাঁর ভাই আপেল মাহমুদ গাজীপুর আদালতে ৩০ মে মামলার আবেদন করেন। 

আপেল মাহমুদের মামলায় আসামিরা হলেন– সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আকবর আলীসহ ৩৪ জন। শেফালী বেগমের মামলায় প্রধান আসামি করা হয়েছে মোজাম্মেল হককে। অন্য আসামিরা হলেন– সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদারসহ ৩১৬ জন। অপরদিকে চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন­– আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, আবু নঈম পাটওয়ারী দুলাল, দীপু মনির বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু ও সাবেক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। 

আরও পড়ুন

×