ঈদের সকালে স্বামীর হাতে তরুণী খুন

স্বামী হাফেজ হাসিবুল ইসলাম
পাটগ্রাম ( লালমনিরহাট ) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ১৬:২০
লালমনিরহাটের পাটগ্রামে উম্মে আয়মান ওরফে এমি (২০) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৩) পলাতক। তিনি পেশায় মাদ্রাসা শিক্ষক। শনিবার ঈদুল আজহার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এলাকাবাসী ঘটনার পরপরই হাফেজ হাসিবুল ইসলামের বাবা মোজাফফর হোসেনকে তার অপর এক ছেলেসহ আটক করে পুলিশে দিয়েছে। নিহত উম্মে আয়মান ওরফে এমি মেম্বারপাড়ার একরামুল হকের মেয়ে।
স্বজনেরা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে একই এলাকার হাসিবুলের সঙ্গে এমির বিয়ে হয়। এ দম্পতির এক বছর বয়সী এক মেয়ে আছে। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার ঈদুল আজহার সকালে বাবার বাড়িতে ছিলেন উম্মে আয়মান এমি। নামাজের আগে পৌনে ৮টার দিকে একটি ঘরে তার সঙ্গে কথা বলছিলেন স্বামী হাসিবুল। এক পর্যায়ে তিনি এমির পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় এমির।
খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তা ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রামের লোকজন এ ঘটনার পর প্রধান সন্দেহভাজন হাসিবুলের বাবা ও বড় ভাইকে আটক করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। হাসিবুলক গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তরুণীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
- বিষয় :
- হত্যা