ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ০৪:২৪

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বউ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরমোহনপুরের লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আব্দুর রশিদ (৪৭) ওই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই মো. বিকাশ (৩৫) পলাতক।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাবার জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। এরই সূত্র ধরে মঙ্গলবার কথা কাটাকাটি হলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আমাদের বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×