ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

যৌতুক না পেয়ে তরুণীর চুল কর্তনের অভিযোগ

যৌতুক না পেয়ে তরুণীর চুল কর্তনের অভিযোগ

প্রতীকী ছবি- এআই দিয়ে তৈরি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৮:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী সামিয়া বেগম (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার সকালে সামিয়া বলেন, বিয়ের পর তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক নেন স্বামী শাহাবুদ্দীন। এরপরও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এক বছর আগে তাদের একটি সন্তান হয়। এরপর আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করেন শাহাবুদ্দীন ও পরিবারের সদস্য। ওই টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে তার (সামিয়া) গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এ সময় মাথার চুল কেটে দেয় শাহাবুদ্দীন ও তার বোন আসমা বেগম।

শাহাবুদ্দীনকে একটি হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে সামিয়া বলেন, মামলা থেকে নাম কাটানোর অজুহাত দেখিয়ে নতুন করে যৌতুক দাবি করেন তারা। এ বিষয়ে শাহাবুদ্দীনের দাবি, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে মারধর ও চুল কাটার অভিযোগ অস্বীকার করেন। 

রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। এখনও লিখিত অভিযোগ পাননি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×