ছেলে দায়ের কোপে বাবা নিহত

প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০৬:২৯
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হজরত আলী দেওয়ান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খালপারকান্দি দেওয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অভিযুক্ত মামুন মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি তিনি বাবার কাছে সম্পত্তি দাবি করেন। কিন্তু তার বাবা জমি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেন মামুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই মামুন পালিয়ে যান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযুক্ত মামুন দেওয়ানকে গ্রেপ্তারের পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- হত্যা