ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

হিসাব চাওয়ায় ব্যবসায়ীর মাথা ফাটালেন অংশীদার

হিসাব চাওয়ায় ব্যবসায়ীর মাথা ফাটালেন অংশীদার

ছবি:সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২১:১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী অংশীদারের কাছে আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় আজাদ শেখ নামে এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত আজাদকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারে এ ঘটনা ঘটে। 

আজাদের স্বজনদের ভাষ্য, টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের মালিক ছিলেন আজাদ ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়ার আলী মুন্সী। ৬ মাস আগে চিকিৎসক ইয়ার আলী তাঁর অংশ গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে মারুফ শেখের কাছে বিক্রি করে দেন। তারপর থেকে আজাদ ও মারুফ প্যাথলজি সেন্টারটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয় আজাদকে। গত সপ্তাহে জামিনে মুক্তি পেয়ে মারুফের কাছে ব্যবসাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চান। মারুফ হিসাব দিতে অপারগতা প্রকাশ করে অংশীদারকে মারধরের হুমকি দেন। 

গত বৃহস্পতিবার রাতে আজাদ প্যাথলজি সেন্টারের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মারুফ কয়েকজন সহযোগীসহ সেখানে এসে তাঁর ওপর হামলা করেন। মারধরের একপর্যায়ে তারা আজাদকে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

অভিযোগ অস্বীকার করে মারুফ শেখ বলেন, যারা আজাদকে মেরেছে তিনি তাদের চেনেন না। প্যাথলজির ভেতরে মারামারি ঠেকাতে গিয়ে তিনিও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁকে ফাঁসিয়ে দিয়ে প্রতিপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের পুরো মালিকানা নিতে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। 

থানার ওসি খোরশেদ আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। 

আরও পড়ুন

×