শরীয়তপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
বাউফলে জমি নিয়ে বিরোধ ও বগুড়ায় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন

আবু সিদ্দিক ঢালী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২১:৫৮
শরীয়তপুরের নড়িয়ায় আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চান্দনী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবু সিদ্দিক ঢালী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ওই এলাকার মিন্টু ছৈয়াল ও তার অনুসারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সিদ্দিকের। মিন্টু সাবেক আইজিপি শহীদুল হক ও তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নদীপার থেকে বাড়ি ফেরার পথে সিদ্দিক ঢালীর ওপর অতর্কিত হামলা চালায় মিন্টু ছৈয়াল ও তার সহযোগীরা। দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস ঢালী বলেন, আমার ভাইকে মিন্টু ছৈয়াল ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।
বগুড়ায় ব্যবসায়িক দ্বন্দ্বে বিদ্যুৎ শেখ (৩৮) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার দুলাল শেখের ছেলে এবং এলাকায় অটো গ্যারেজ ব্যবসায়ী ছিলেন।
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রহিম জোমাদ্দার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওডেল গ্রামের কামাল হাওলাদার ও রহিম জোমাদ্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার দুপুরে এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়ায় সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী শহিদুল পলাতক রয়েছেন। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে এবং সালমা আক্তার গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে সালমাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে।
এ ছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত চাঁদনীর নানা আরিফুর রহমান মিয়া বলেন, বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই মারধর করত। তারা আমার নাতনিকে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে পালিয়ে গেছে।
এদিকে নোয়াখালী সদরে চার বছরের মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ সময় পুলিশ ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মো. রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) ও তাঁর মেয়ে মাইশা (৪)। এ ঘটনায় নিহত গৃহবধূর মা বাদী হয়ে শুক্রবার রাবেয়ার স্বামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)