দোকানের পাশে বসে থাকা যুবককে গুলি, লাশ না পাওয়ার দাবি পুলিশের

প্রতীকী ছবি
রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ২২:৫৪ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ২৩:০৩
রাঙামাটির কাপ্তাই উপজেলায় দোকানে বসে থাকা আব্দুল হাকিম (২৬) নামে এক যুবকের দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে ঘটনাস্থলে গেলেও লাশের সন্ধান বা কোনো আলমত পায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের ঘোনিয়া খোলাপাড়ার ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার পৌনে ১২টার দিকে ১০-১২ জনের অস্ত্রধারী একটি দল দোকানের পাশে বসে থাকা আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে আব্দুল হাকিমের মৃত্যু হয়। দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্থান ত্যাগ করে।
নিহত হাকিম ঘানিয়া খোলাপাড়ার মৃত বাহার আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ গুম করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, রোববার ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে কোনো লাশ বা আলামত পায়নি পুলিশ। এমনকি ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইলেও, তারা কথা বলতে রাজি হয়নি।
- বিষয় :
- রাঙামাটি
- গুলি করে হত্যা