হাঁসপায়া তক্ষক উদ্ধার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কলমাকান্দায় উদ্ধার হাঁসপায়া তক্ষক- সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ০০:৫৭
কলমাকান্দায় ‘কোটি টাকার’ হাঁসপায়া তক্ষকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গতকাল রোববার ভোরে কলমাকান্দা ইউনিয়নের চিনাহালা মোড়ে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়। কলমাকান্দা থানার এসআই আবু হানিফার নেতৃত্বে একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশির সময় প্লাস্টিকের ঝুড়িতে কালো-খয়েরি রঙের বিরল প্রজাতির হাঁসপায়া তক্ষক পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক পাচার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো– নরসিংদীর শফিকুল ইসলাম, তানভীর হাসান, শাকিল মিয়া, এসএম শিবলুর রহমান, নুরুল ইসলাম, আছমত আলী, আব্দুল আজিজ, ফয়সাল, বরিশালের আব্দুল জলিল। এ ছাড়া স্থানীয় আলম, খালেক ও সুমন নামে তিনজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, আন্তর্জাতিক বাজারে এই বিরল প্রাণীর মূল্য কোটি টাকার ওপরে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের প্রাণী পাচারে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক চক্র।
- বিষয় :
- উদ্ধার