ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও সীমান্ত

বাংলাদেশে ঠেলে পাঠানো দুই ভারতীয়কে ফেরত দিল বিজিবি

বাংলাদেশে ঠেলে পাঠানো দুই ভারতীয়কে ফেরত দিল বিজিবি

বাংলাদেশে ঠেলে পাঠানো দুই ভারতীয় নাগরিক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ০২:২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্তে জোর করে ঠেলে দেওয়া দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় সীমান্তের ৩৪৯/৫ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই ভারতীয় দুই নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামের তাহাজুর মন্ডলের ছেলে ফজলে মন্ডল ও ফজলে মন্ডলের স্ত্রী তাছলিমা মন্ডল। তারা জানান, বিএসএফ জোর করে হুমকি দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আমরা ভারতীয় নাগরিক বারবার বলার পরেও কোনো কথা শোনেনি।

দিনাজপুর ৪২ বিজিবি জানায়, শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্তে নারী, শিশুসহ ২৩ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে ১২ জন নারী, ৭ জন শিশু ও ৪ জন পুরুষ। পরে তারা বাংলাদেশ প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে দেখা যায়, ২৩ জনের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক। তারা স্বামী-স্ত্রী। এ কারণে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে। বাকি ২১ বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।
 

আরও পড়ুন

×