পাথরঘাটায় কোস্টগার্ড স্টেশনে জেলেদের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও মোটরসাইকেল। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০৩:২২ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০৭:০৩
বরগুনা পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালিয়েছে জেলেরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে। এতে ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলেরা কোস্টগার্ড স্টেশন ঘিরে রেখেছেন। ভেতরে অবরুদ্ধ কোস্টগার্ড সদস্যরা। নৌ-বাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অবৈধ দুটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এর প্রতিবাদে পাঁচ শতাধিক জেলে সন্ধ্যা থেকে কোস্টগার্ড স্টেশনের সামনে বিক্ষোভ করেন। রাত ৯টার দিকে তারা কোস্টগার্ডের দুটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় কোস্টগার্ড সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। পরে জেলেদের সঙ্গে মৎস্য ব্যবসায়ীরা অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে। এতে ১২ জন আহত হন।
আটক দুটি ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি বলেন, ‘সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ১১ জুন। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরার জন্য ট্রলার প্রতি ২ লাখ টাকা দেওয়া হয়েছে কোস্টগার্ডকে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও টাকা চাওয়া হচ্ছে। যেসব ট্রলারের মালিক টাকা দেননি তাদের তালিকা আমার কাছে চান কোস্টগার্ডের সদস্যরা। আমি রাজি না হওয়ায় আমরা বৈধ ট্রলারগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জব্দ করেছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, হামলার বিষয়টি দুঃখজনক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনাস্থলে নৌ-বাহিনী পৌঁছেছে।
- বিষয় :
- বরগুনা
- হামলা
- কোস্টগার্ড