বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রৌমারী সদর ইউনিয়নের তুরা রোডের মৃদুলের চাতাল এলাকায় অন্যের জমি দখল করে ঘর নির্মাণ সমকাল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ০১:০২
রৌমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে টিনের দোচালা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত বুধবার মধ্যরাতে উপজেলা সদরের তুরা রোড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সহিবর রহমান রৌমারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী আলমগীর হোসেন। তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পতন হয়। এরপর থেকে উপজেলার তুরা রোডের পাশে মৃদুলের চাতালের কাছে তাদের ক্রয় করা জমি জোর করে দখলের পাঁয়তারা করে আসছেন বিএনপি নেতা সহিবর রহমান। এ ঘটনায় আদালতে মামলা চলমান ও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও গত বুধবার মধ্যরাতে ওই জমিতে একটি টিনের দোচালা ঘর নির্মাণ করেন ও রাস্তা ঘেঁষে টিনের বেড়া দেন ওই বিএনপি নেতা। পরে বৃহস্পতিবার দুপুরে থানায় গিয়ে ওসিকে ঘটনাটি জানান। এরপরও পদক্ষেপ নিচ্ছেন না কেউ।
তবে সহিবর রহমান বলেন, ‘জমিটি আমাদের। আমরা আদালতের রায় পেয়েছি। এক কপি থানায়ও দেওয়া আছে। তাই দখলে আছি।’
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, বিষয়টি তাঁর জানা আছে। ফৌজদারি মামলা হলে পদক্ষেপ নিতে পারতেন তারা।
- বিষয় :
- জমি দখল