ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

হাতির পাল বাড়িঘর ভেঙে খেয়ে গেল ধান-চাল

হাতির পাল বাড়িঘর ভেঙে খেয়ে গেল ধান-চাল

নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সমকাল

 নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ০১:০০

নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা ও তাড়ানী গ্রামে একদল বন্যহাতি আক্রমণ করে তিনটি বসতবাড়ি ভেঙে তছনছ করেছে। এ সময় ঘর থেকে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন বাসিন্দারা।
গত শুক্রবার রাতে হানা দিয়ে এসব পরিবারের ঘরে রাখা ধান, চাল, গাছের কাঁঠাল ও কলাগাছ খেয়ে সাবাড় করেছে হাতির দল।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো– কালাকুমা গ্রামের হাবি মিয়া ও তাঁর মেয়ে পুতুল। তাদের একটি করে বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া তাড়ানী গ্রামের বাসিন্দা হোসেন আলীর একটি বসত ও একটি রান্নাঘর লন্ডভন্ড করেছে। সেই সঙ্গে বসতঘরে মজুত করে রাখা ধান, চাল, গাছের কাঁঠাল ও বাড়ির আঙিনায় রোপিত কলাগাছ খেয়ে সাবাড় করেছে বন্যহাতির দল।
গ্রামবাসী জানান, দীর্ঘ দুই যুগ ধরে গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্যহাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের ঢালে বসবাসরত মানুষের ঘরবাড়ি ও ফসলের মাঠে হানা দিয়ে ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে হাতির পাল। এলাকার মানুষ জানমাল রক্ষা করতে বন্যহাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেও কোনো ফল পাচ্ছেন না। তারা হাতির অত্যাচার বন্ধ করতে সরকারিভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রাপ্তি সাপেক্ষে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন

×